উইন্ডোজ ও ফায়ারফক্সে নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলা
উইন্ডোজ ও ফায়ারফক্স ব্রাউজারের জিরো ডে নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে সাইবার হামলার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। ম্যালওয়্যার ব্যবহার করে ব্যবহারকারীদের ডিভাইস নিয়ন্ত্রণ করেছে রোমকম নামের সাইবার অপরাধী দল। খবর হ্যাকার নিউস।
জিরো ডে ত্রুটি হলো সফটওয়্যারের এমন দুর্বলতা, যা সমাধানের আগেই হ্যাকাররা কাজে লাগায়। ফায়ারফক্সের সিভিই-২০২৪-৯৬৮০ ও উইন্ডোজের সিভিই-২০২৪-৪৯০৩৯ ত্রুটির (উচ্চ স্কোরযুক্ত) মাধ্যমে এ আক্রমণ চালানো হয়েছে।
রোমকম দল ভুয়া ওয়েবসাইট চালু করে। ব্যবহারকারীরা সেখানে প্রবেশ করলে ক্ষতিকর ম্যালওয়্যার ইনস্টল হয়ে যেত। এর মাধ্যমে দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণ করা হতো।
ইউরোপ ও উত্তর আমেরিকার ব্যবহারকারীরা প্রধান লক্ষ্যবস্তু ছিল। তবে, কীভাবে ক্ষতিকর লিংক ছড়ানো হয়েছে, তা স্পষ্ট নয়।
মাইক্রোসফট ও ফায়ারফক্স ইতোমধ্যে ত্রুটিগুলোর সমাধান করেছে। তাই ব্যবহারকারীদের সফটওয়্যার আপডেট রাখা এবং সন্দেহজনক লিংকে ক্লিক না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
জেডএস/