এমবাপ্পের পেনাল্টি মিস, লিভারপুলের দারুণ জয়
পিএসজি থেকে আকশচুম্বী প্রত্যাশা নিয়ে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছে কিলিয়ান এমবাপ্পে। মাদ্রিদে এসে এখনো খুব বেশি সুখী হতে পারেননি এই ফরাসি তারকা। ম্যাচে তেমন পারফর্ম করতে না পারা, ভক্তদের কাছে নিজেকে ‘দোষী’ করে তুলছেন এমবাপ্পে।
ভিনিসিয়াস-রদ্রিগো না থাকায় গুরুদায়িত্বটা ছিলো এমবাপ্পের উপর। কিন্তু ওপেন প্লে থেকে কোন অবদান তো রাখতে পারেনি, উলটো পেনাল্টি মিস করে রিয়ালকে পিছিয়ে দিয়েছেন।
এমবাপ্পের এমন মলিন পারফরম্যান্সের দিনে ১৫ বছর পর লিভারপুলের বিপক্ষে হেরেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যানফিল্ডে ২-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধ গোল শূন্য থাকা ম্যাচে ৫২ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় লিভারপুল।
এর ৯ মিনিট পরই পেনাল্টি মিস করেন এমবাপ্পে। এদিন পেনাল্টি মিস করেন মোহাম্মদ সালাহও। মিসরীয় তারকা পেনাল্টি মিস করলেও ৭৬ মিনিটে হেডে গোল করে লিভারপুলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন কোডি গাকপো।
এম এইচ//