দেশজুড়ে

বকেয়া বেতনের দাবিতে আবারও মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবরোধ করে বিক্ষোভ করছেন মাহমুদ জিন্স লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় সকাল ৯টার দিকে কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের দাবি  জানিয়ে বিক্ষোভ শুরু করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন

আন্দোলনরত  শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ বেতন-বকেয়া পাওনাদি পরিশোধের আশ্বাস দিয়ে প্রায় দুই মাস ধরে শ্রমিকদের সাথে প্রতারণা করে আসছে। তাই তিন মাসের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে তারা মহাসড়কে নামতে বাধ্য হয়েছেন।

কয়েকজন শ্রমিক বলেন, বেতন বকেয়া থাকায় তারা বাসা ভাড়া দিতে পারছেন না। দোকানের বকেয়া পরিশোধ না করায় এখন আর বাকি সদাই দিতে চায় না দোকানদার। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বেতন বার্ষিক পরীক্ষার ফি দিতে না পারায় অনেক শ্রমিকের স্কুল-কলেজ পড়ুয়া সন্তান পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি বলেও জানান তারা।

দুপুরে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বুঝানো হচ্ছে। কিন্তু তারা পাওনা না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়তে রাজি হচ্ছেন না।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন