জাতীয়

যমুনা নদীর ওপর নতুন রেলসেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত

যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু ছবি: সংগৃহীত

যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেল সেতু ২০২৫ সালের  জানুয়ারিতে উদ্বোধনের কথা রয়েছে। যদিও নতুন নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে নাম পরিবর্তনের বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান। 

ফাত্তাহ মাসউদুর রহমান জানান, যমুনা সেতু থেকে ৩০ মিটার দূরত্বে তৈরি এই রেল সেতুর কাজ প্রায় শেষ। ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ ৯৯ শতাংশ সম্পন্ন হবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই ট্রেন চলাচল শুরু হতে পারে। সেতুর নাম পরিবর্তন নিয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে উদ্বোধনের আগেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।

নতুন সেতুতে আধুনিক ডিজিটাল সিগন্যাল সিস্টেম স্থাপনের কাজ চলছে, যা এপ্রিল পর্যন্ত সময় লাগতে পারে। তবে, ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হবে না, কারণ সাময়িকভাবে এনালগ সিগন্যাল ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে যমুনা সেতুতে রেলপথ যুক্ত হলেও কাঠামোগত সমস্যার কারণে ট্রেনের গতি কম রাখতে হয়। বর্তমানে ২০ কিলোমিটার গতিতে প্রতিদিন ৩৮টি ট্রেন চলাচল করে। নতুন রেল সেতুটি এসব সমস্যার সমাধান করবে এবং রেল যোগাযোগকে গতিশীল করবে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন