জুলাই-আগষ্ট অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মৃতি নিয়ে স্মরণ সভা
জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে পঞ্চগড়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে গেলো বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তারা তাদের স্মৃতি বিজরিত ঘটনাগুলো তুলে ধরেন। সরকারি-বেসরকারি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজি টুলু, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লাহ, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ মেসিট্রেট মিজানুর রহমান সহ শিক্ষার্থী, সাংবাদকর্মী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে আহত ও নিহতদের পরিবারের হাতে কম্বল তুলে দেয়া হয়।