পর্যটন

নয় মাস বন্ধ থাকার পর সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

ছবি: সংগৃহীত

দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল অবশেষে শুরু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ৬৫৩ যাত্রী নিয়ে ‘বার আউলিয়া’ জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী জানিয়েছেন, বর্তমানে শুধুমাত্র কক্সবাজার থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। টেকনাফ রুটে নাফ নদীর নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তের অস্থিরতার কারণে এই রুটে এখনো জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, জাহাজ চলাচল শুরু হওয়ায় পর্যটকদের স্বস্তি ফিরেছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও আনন্দিত।

প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কক্সবাজার-সেন্ট মার্টিন এবং টেকনাফ-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়। সাগর উত্তাল থাকার কারণে বাকি ছয় মাস এটি বন্ধ থাকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের সর্বনিম্ন যাত্রী ভাড়া এখন ১৮শ’ টাকা। আর কেবিন বুক করলে যাত্রীদের গুনতে হচ্ছে ১৮ হাজার টাকা পর্যন্ত। বিকেল ৪টা নাগাদ জাহাজটি সেন্টমার্টিনে পৌঁছাবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। ঘণ্টাখানেকের মতো অবস্থান করে জাহাজটি বিকেল ৫টায় আবার কক্সবাজারের উদ্দেশে ফেরত আসবে বলে জানা গেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সেন্টমার্টিন যেতে পারবেন ২ হাজার পর্যটক। তবে, নাফনদীতে ডুবোচর জেগে উঠা ও মায়ানমার সীমান্তে গোলাগুলির কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি দেয়নি প্রশাসন।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন