আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও দুইজন মারা গেছেন।এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৬০ জন।

মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সোমবার করোনায় ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে এবং ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩৬৭ জনের দেহে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গেলো ২৪ ঘণ্টায় ৫ হাজার ২০৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩০ হাজার ৫৫০ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৭১ হাজার ২০৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন