ইসরাইলে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ হামলা
ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। রোববার এই হামলা চালানো হয়েছে।
প্যালেস্টাইন ২’ নামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে একটি গুরুত্বপুর্ণ লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে, এক বিবৃতিতে এমন দাবি করে ইরান সমর্থিত গোষ্ঠীটি।
অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী বলছে, ইয়েমেন থেকে আকাশপথে চালানো হামলা প্রতিহত করা হয়েছে।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ইরান যে ‘প্রতিরোধ অক্ষ’ তৈরি করেছে, তারই অংশ হুতি।
এনএস/