আন্তর্জাতিক

বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে মোদির হস্তক্ষেপ চাইলেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার (২ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে। 

বিধানসভায় বক্তৃতাকালে মমতা বন্দোপাধ্যায় জানান, তিনি তাঁর সহানুভূতি ও সমর্থন জানাতে ইসকনের কলকাতা ইউনিট প্রধানের সাথে কথা বলেছেন। বাংলাদেশে যদি কোন ভারতীয় আক্রমণের শিকার হয়, তবে তা আমরা সহ্য করব না। আমরা আমাদের নাগরিকদের ফিরিয়ে আনতে পারি। ভারত সরকার বিষয়টি জাতিসংঘের সাথে আলোচনা করতে পারে, যেন একটি শান্তিরক্ষী বাহিনী পাঠানো যায়।   

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশে আমাদের পরিবার…, সম্পত্তি…, এবং প্রিয় অনেক মানুষ আছে। এ ব্যাপারে ভারত সরকার যা সিদ্ধান্ত নেয় আমরা তা মেনে নিব। কিন্তু শুধুমাত্র ধর্মীয় কারণে পৃথিবীর কোন প্রান্তে সংখ্যালঘুদের ওপর সহিংসতার নিন্দা জানায়। এবং কেন্দ্রীয় সরকার ও নরেন্দ্র মোদিকে এ ব্যাপারে হস্তক্ষেপের আবেদন জানায়।

অন্য কোন দেশের অভ্যন্তরীণ ব্যপারে হস্তক্ষেপ করার ইচ্ছা নেই জানিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যখন কোন বাংলাদেশি জেলে ভুল করে ভারতের সীমানায় ঢুকে পড়েছে অথবা যখন কোন বাংলাদেশি ট্রলার উল্টে গিয়েছিলো, সরকার তাদের উদ্ধার করে চিকিৎসা করেছিলো।"

ঢাকায় ভারতীয় দূতাবাস সংখ্যালঘু ইস্যুসহ সব ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী আরও বলেন,  সংখ্যালঘুসহ বাংলাদেশের সকল নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব দেশটির সরকারের।  

 

এনএস/    

এ সম্পর্কিত আরও পড়ুন