আন্তর্জাতিক

মাদ্রিদে গাজার জন্য বিক্ষোভ: এটি যুদ্ধ নয়, হত্যাযজ্ঞ!

‘এটা যুদ্ধ নয়, কারণ যুদ্ধ হয় দুটি সেনাবাহিনীর মধ্যে। কিন্তু এখানে তো দুটি বাহিনী নেই। এখানে এক জাতি অত্যাচারিত হচ্ছে, প্রায় ৫০-৬০ বছর ধরে। তারা তাদের অধিকার, স্বাধীনতা, এবং নিরাপত্তা হারিয়েছে।’ এমনটাই বলছিলেন গাজার চলমান সহিংসতা বন্ধের দাবি জানিয়ে মাদ্রিদে মিছিলে অংশ নেয়া এক প্রতিবাদকারী।

শনিবার (৩০ নভেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় হাজার হাজার মানুষ গাজার মানুষের ওপর "জাতিগত হত্যাযজ্ঞ বন্ধ করার" দাবিতে মিছিল করে।

তারা শুধু গাজার চলমান সহিংসতা বন্ধের দাবি জানায়নি, বরং ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানায়।

মিছিলের মধ্যে এক প্রতিবাদকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে গাজার নিচে থাকা গ্যাসের খনির ওপর অধিকার প্রতিষ্ঠা করতে চায়। তারা ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত করতে চাইছে। ২১শ শতাব্দীতে এ ধরনের বর্বরতা কীভাবে চলছে, তা সত্যিই অবিশ্বাস্য। সবচেয়ে অবাক লাগছে যে, কেউই এই বর্বরতাকে থামাতে পারছে না।’

এই মিছিলটি ছিল 'প্যালেস্টাইনিদের প্রতি আন্তর্জাতিক সংহতির দিবস' উপলক্ষে। যা প্রতিবছর বিশ্বের বিভিন্ন স্থানে উদযাপিত হয়। মাদ্রিদের পাসেও দেল প্রাডো থেকে শুরু হয়ে মিছিলটি আটোচা, সিবেলেস হয়ে গ্রান ভিয়া পর্যন্ত চলে এবং শেষ হয় ক্যালাও এলাকায়। মিছিলে প্রায় ৫,০০০ মানুষ অংশ নেন।

এছাড়াও, স্পেনের অন্যান্য শহরগুলোতেও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। বার্সেলোনায় প্রায় দেড় হাজার মানুষ রাস্তায় নেমে গাজাবাসীর প্রতি সহানুভূতি জানায়।

মাদ্রিদের এই প্রতিবাদ ছিল গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী অসন্তোষের আরেকটি প্রদর্শন। গাজায় যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। হামাস ইসরায়েলে আক্রমণ করলে এই যুদ্ধ শুরু হয়।  

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন