আন্তর্জাতিক

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতে নিহত বেড়ে ১৩০

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায় শিয়া সুন্নি সংঘাতে নিহত হয়েছেন আরও ৬ জন। আহত হয়েছেন আরও ৮ জন।সাম্প্রদায়িক সংঘাতে এ নিয়ে জেলাটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩০ জনে। 

রোববার (১ ডিসেম্বর) দেশটির পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।  

জিও নিউজ জানিয়েছে, টানা ১১ দিন ধরে শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। সংঘর্ষে এখন পর্যন্ত ১৮৬ জন আহত হয়েছেন। সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে নতুন করে সংঘাতবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতারা।

পাকিস্তান সুন্নি প্রধান দেশ। তবে দেশটির আফগানিস্তান সীমান্তবর্তী কুররাম জেলায় শিয়া সম্প্রদায়ের অনেক মানুষ বাস করে।  জেলাটিতে বেশ কয়েকদিন ধরে দুই সম্প্রদায়ের মধ্যে চলছে ব্যাপক সংঘাত।

জেডএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন