পররাষ্ট্র উপদেষ্টা
মমতার বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তার জন্য সঠিক পদক্ষেপ নয়
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারকে লিখিত প্রস্তাবনা পাঠানোর কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তার জন্য সঠিক পদক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অপপ্রচার নিয়ে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মুখ্যমন্ত্রী কেন এমন বক্তব্য দিলেন এটা তিনি বুঝতে পারছেন না। রাজনীতিবিদরা সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিয়ে থাকেন।এ উপদেষ্টা মনে করেন, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য হয়ত সহায়ক হবে না।
সামনের দিনগুলোতে দিল্লিকে ঢাকা কীভাবে সামলাবে এমন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, পারস্পরিক স্বার্থ ঠিক রেখে বাংলাদেশ ভারতের সঙ্গে একটা স্বাভাবিক, ভালো সুসম্পর্ক চায়।
ভারতের আন্তরিকতা প্রশ্নে তিনি আরও বলেন, আন্তরিকতা পরিমাপ করা তো খুব কঠিন কাজ। এটা গণমাধ্যমকে মাপতে হবে। এখানে অন্তরের চেয়ে স্বার্থ গুরত্বপূর্ণ উভয়ের জন্য।তিনি মনে করেন, ভারত-বাংলাদেশ উভয়ে সম্পর্ক এগিয়ে নেবে নিজেদের স্বার্থ অনুযায়ী।
বৈঠক সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি হিন্দুদের সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি করেছে ভারতীয় গণমাধ্যমের একাংশ। সেটি কূটনীতিকদের সামনে উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি কয়েকটি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা উস্কানিমূলক । এ ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে একটি বৈশ্বিক প্রচারণা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে দৃঢ় প্রতীজ্ঞ অন্তর্বর্তী সরকার। এখানে কোনো সাম্প্রদায়িকতার সুযোগ নেই। দু-একটি ঘটনা ঘটেছে, যা আমলে নিয়ে অপরাধীদের শাস্তির আওতায় এনেছে সরকার।
আই/এ