যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরাইলি হামলা, নিহত ১১
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননে আবারও ইসরাইলি হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (২ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।
আল জাজিরা বলছে, সোমবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায় ইসরেল। এতে অন্তত ২ জন নিহত হন।
পরে ইসরাইলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে সতর্কমূলক গুলি ছোড়ে হিজবুল্লাহ। এরপর লেবাননের একাধিক জায়গায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এ সময় আরও ৯ লেবানন নাগরিক নিহত হন।
এক বছরের বেশি সময় হয়ে গেছে ইসরাইল ও হিজবুল্লার মধ্যে সংঘাত চলছিল। এরমধ্যে গত ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে আরও বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলার কারণে সতর্কীকরণ গুলি চালিয়েছে হিজবুল্লাহ। এতে পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়েছে আবারও।
ইসরাইলের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে হিজবুল্লাহকে লক্ষ্য করে। তাদের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এরজন্য ইরান-সমর্থিত এই সশস্ত্রগোষ্ঠীকে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল।
এম এইচ//