ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) রাত থেকে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের একটি সূত্র মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দূতাবাসের সামনে ও এর আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া গুলশান ও প্রগতি সরণি এলাকা থেকে ভারতীয় দূতাবাসমুখী রাস্তায় তল্লাশি চৌকির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে 'হিন্দু সংঘর্ষ সমিতি' নামে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা হামলা চালায়। এতে বাংলাদেশের জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জেডএস/