‘ওনারা পায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করছেন’ ভারতকে উদ্দেশ্য করে নৌ উপদেষ্টা
আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা শান্তিতে আছেন। কিন্তু পাশ্ববর্তী দেশ ভারত আমাদের নিয়ে মিডিয়াতে নানা অপপ্রচার চালাচ্ছে। ওনারা পায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করছেন। এসব করে ওনারা বাংলাদেশের লোককে ভারতমুখী করতে পারবেন না বলে মন্তব্য করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আধুনিক নদী বন্দর নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘এটি যদিও আমার বিষয় না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। ওনারা অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমার মনে হয় ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে। আর যদি না হয়ে থাকে তাহলে তলব করা হবে। আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই’।
তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো খারাপ সম্পর্ক ছিল না। তাদের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বসুলভ ব্যাপার ছিল সেটা খারাপ পর্যায়ে এসেছে ভারতের কারণে।
বন্দরের নির্মাণকাজে অনিয়ম প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, পূর্বে কাজগুলো যে অনিয়মগুলো হয়েছে সেগুলো তো আর জাল দিয়ে ধরে আনতে পারবেন না। সেই সন্দেহে তো কাজ বন্ধ করছেন না। এখন যাতে কোনো ধরনের চুরি না হয় সেটাই তার দেখা ব্যাপার।তিনি নিজে এসেছেন কাজটি দেখার জন্য। নানা কারণে কাজটি করতে দেরি হয়েছে, যে কারণে নিজেই দেখার জন্য এসেছেন। যে প্রতিষ্ঠান কাজটি নিয়েছেন, তাদের পূর্বেই চিন্তা করা দরকার ছিল কাজটিতে সমস্যাগুলো কি।
মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন প্রসঙ্গে তিনি আরও বলেন, ঢাকা থেকে আসার পথে চাঁদপুর ও মুন্সীগঞ্জের মাঝামাঝি ষাটনল এলাকায় তিনি দেখেছেন ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। তাকে দেখে বালু উত্তোলনকারীরা পালিয়েছে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে ডাকা হয়েছে। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান প্রমুখ।
আই/এ