আন্তর্জাতিক

ভারতের মণিপুরে ২৯ বাংলাদেশি আটক

২৯ জন সন্দেহভাজন বাংলাদেশী ছবি: এনডিটিভি

ভারতের মণিপুর রাজ্যের একটি বেকারি থেকে ২৯ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২ ডিসেম্বর) মনিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং'র বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ সোমবার মায়াং ইম্ফল বেঙ্গুন এলাকায় একটি বেকারিতে অভিযান চালায়। সেখানে কর্মরত সন্দেহভাজন এসব বাংলাদেশিদের আটক করে পুলিশ। আটককৃতদের কাছে আসাম থেকে ইস্যু করা আধার কার্ডও পাওয়া গেছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, আটককৃতরা মণিপুর সরকারের ইনার লাইন পারমিট (আইএলপি) নীতি লঙ্ঘন করেছেন। যেহেতু আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত নথিতে আসামের নাম উল্লেখ রয়েছে, তাই তাদেরকে আসাম প্রশাসনের হাতে তুলে দেয়া হবে।

বীরেন সিং আরও জানান, রাজ্যবাসীকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার মণিপুরের মানুষকে আইএলপি ব্যবহারের অনুমতি দিয়েছে । রাজস্ব দপ্তরের যে কর্মীরা ওই ২৯ জনের নামে আইএলপি ইস্যু করেছিলেন, তাদেরকে বরখাস্ত করা হবে। তিনি আশঙ্কা করছেন, খুব সম্ভবত বাংলাদেশ থেকে মণিপুরে বেআইনিভাবে কিছু মানুষ ঢুকেছেন।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন