হাইকমিশনে হামলার ঘটনায় সব দল নিন্দা জানিয়েছে: আসিফ নজরুল
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলো সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে। হাইকমিশনে হামলা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, বাংলাদেশ বিরোধী প্রচারণা- এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে।
বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক সম্পর্ক নিয়ে কিছুটা উত্তেজনা চলছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বেশ কিছু বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা ও অতিরঞ্জিত খবর প্রকাশিত হয়েছে।
এরমধ্যে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। চিন্ময়কে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে একজন আইনজীবীকে হত্যা করা হয়।
এরমধ্যে গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলা হয়। এই হামলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে। এসব পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা।
এম এইচ//