ম্যাচ হেরে নিজেকে দেখিয়ে দেয়ার বার্তা দিলেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে সবাইকে দেখিয়ে দেবেন তিনি কে! ম্যাচ হারের পর পুরো দায়ভার নিজের কাঁধে নিয়ে ইন্সটাগ্রামে স্টোরি দিয়েছেন এই ফরাসি তারকা।
অ্যাথলেটিক বিলবাও এর বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে পেনাল্টি মিস করার মতো ঘটনা ঘটিয়েছেন এমবাপ্পে। এতে এক সপ্তাহের মধ্যে দুইবার পেনাল্টি মিস করলেন তিনি।
বুধবার (৪ ডিসেম্বর) রাতের ম্যাচে বিলবাও এর মাঠ সান মামেসে ৬২তম মিনিটে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু সমতায় ফেরার দারুণ এই সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। তার স্পট কিক নেয়া বলটি বিলবাও গোলরক্ষক আত্মবিশ্বাস নিয়েই ঠেকিয়ে দেন।
২০১৫ সালের পর এই প্রথম বিলবাও এর বিপক্ষে পরাজয়ের তেতো স্বাদ পেলো লস ব্লাঙ্কোসরা।
প্রথমার্ধে রিয়াল একটি বলও লক্ষ্যে রাখতে পারেনি। বিলবাওয়ের পক্ষ থেকেও তেমন কোনো আক্রমণ আসেনি। তবে দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ তেঁতে ওঠে। বিরতির পর ৫৪ মিনিটের মাথায় নিকো উইলিয়ামসের ক্রস কোর্তোয়া ফিরিয়ে দিলেও, সহজেই বলটি জালে জড়িয়ে দেন বেরেনগার।
এমবাপ্পের পেনাল্টি মিসের পর ৭৮তম মিনিটে দলকে সমতায় ফিরিয়েছেন জুড বেলিংহাম। তবে সেই সমতা দুই মিনিটও ধরে রাখতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফেদে ভালভার্দের ভুলে ৮০ মিনিটের মাথায় রিয়ালের জালে বল পাঠিয়েছেন গোর্কো গুরুজেতা।
বিলবাওয়ের বিপক্ষে পরাজয়ের ফলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হারালো রিয়াল। এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। অন্যদিকে ১৬ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা।
এম এইচ//