দলের স্বার্থে ওপেনিং পজিশন ছাড়লেন রোহিত
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে ছিলেন না রোহিত শর্মা। গোলাপী বলের দিবা-রাত্রীর টেস্টে ফিরছেন ভারতীয় অধিনায়ক। তবে তার ব্যাটিং অর্ডারে আসছে পরিবর্তন। ওপেনিং পজিশনে দেখা যাবে না তাকে, বরং ব্যাট করবেন মিডল অর্ডারে।
‘দলের স্বার্থে এমন সিদ্ধান্ত নিতেই হতো’
রোহিত বললেন এমনটা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অ্যাডিলেইডে রাহুলই ওপেন করবে। আমি মিডল অর্ডারে কোথাও খেলবো।‘
ফর্ম বিচার করে লোকেশ রাহুলের জন্য ওপেনিং স্পট এখন সবচেয়ে ভালো। এখানে প্রথম টেস্টে যশস্বী জয়সোওয়ালের সঙ্গে রাহুলের ব্যাটিংয়ের কথাও স্মরণ করা হচ্ছে।
রোহিত বলেন, ‘রাহুল যেভাবে জয়সোওয়ালের সঙ্গে প্রথম টেস্টে ওপেন করছে, তা আমাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ভারতের বাইরে রাহুল এতদিন যেভাবে ব্যাট করে এসেছে তা ওর প্রাপ্য। আমি মিডল অর্ডারে ব্যাট করতে নামবো। আমার জন্য মিডলে খেলা খুব একটা সহজ হবে না। কিন্তু দলের স্বার্থে এমন সিদ্ধান্ত।‘
প্রথম টেস্টে রোহিত না থাকায় জাসপ্রীত বুমরাহ অধিনায়কত্ব করেছেন। সেই ম্যাচে ২৯৫ রানের দারুণ এক জয় পায় ভারত। দ্বিতীয় ইনিংসে রাহুল ও জয়সোওয়াল মিলে ২০১ রানের জুটি গড়েন।
আগামীকাল, ৬ ডিসেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট।
এম এইচ//