ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি। গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৭০ জন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ১৯৭ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬২৭ জন।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর সিজনাল রোগ নেই। এটা সাড়া বছরই হচ্ছে। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল সাথে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৮৮৪ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ১ জন। মৃত্যু হয়েছে ৫১৪ জনের।
এম এইচ//