সবজিতে স্বস্তি কম, তেল নিয়ে চলছে তেলেসমাতি
কাঁচা বাজারে শীতের সবজি বাড়ছে, তবে দামে মিলছে না স্বস্তি। বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার ওপরে। হাতেগোনা কিছু সবজী ৬০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। বাজারে আসা নতুন আলুর কেজি ১২০ টাকা, করলার কেজি ১০০ টাকা। অন্যদিকে তেলের বাজারে শর্তের পাশাপাশি সংকটের ভাব দেখা গেছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি নতুন আলু ১২০ টাকা, টমেটো ১৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১০০ টাকা, শসা ৬০ টাকা, করলা ১০০ টাকা করে বিক্রি হচ্ছে।
ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। মুলা ৪০ টাকা, পেঁপে ও মিষ্টি কুমড়া ৫০ টাকা। যদি ৪০-৫০ টাকার মধ্যে ক্রেতারা সবজি খুঁজে থাকেন, তবে এই সবজিগুলোই তাদের ভরসা।
এছাড়া কাঁচা টমেটো ৬০ টাকা, পটল ৬০ টাকা, সাধারণ শিম ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, শালগম ৬০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
কিছু কিছু ক্রেতা বলছেন সবজিতে খুব বেশি পার্থক্য নেই পূর্বের দামের চেয়ে। যে আশা নিয়ে তারা বাজারে আসছেন, সবুজ সবজি দেখছেন- দামের কারণে তাদের আশা পুরোপুরি পূরণ হচ্ছে না। ফুলকপি ও বাঁধাকপির দাম ৪০ থেকে ৫০ টাকা হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে হয়তো।
এদিকে তেলের বাজারে সরবরাহ নেই, আছে শর্তের মারপ্যাঁচ। বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি পাম ও সয়াবিন তেল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। যার ফলে ১০-১১ টাকা শুল্ক-কর কমলেও, আমদানি বাড়েনি। খুচরা বিক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না।
কিছু কিছু জায়গায় বাড়তি দামে তেল বিক্রি করা হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ডিলাররা সরবরাহ কমিয়েছেন। তেল নিতে গেলে, আটা-ময়দার বস্তা কেনার শর্ত জুড়ে দিচ্ছেন তারা।
আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, বিশ্ববাজারে দাম বাড়ার কারণে তেল সরবরাহ কমেছে।
এম এইচ//