খেলাধুলা

স্টার্কের উইকেট ছক্কায় দুইশোর আগেই শেষ ভারত

ছবি: গেটি ইমেজ

দিবা-রাত্রির ম্যাচে অ্যাডিলেইডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্তটা ভারতের জন্য সুখকর হলো না। অস্ট্রেলিয়ার ক্রমাগত বোলিং আক্রমণে ১৮০ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। স্টার্ক ৬ উইকেট নিয়ে ৪৮ রান দিয়ে তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার পেয়েছেন।

অজিদের পক্ষে সর্বোচ্চ ৬ টি উইকেট সংগ্রহ করেছেন মিচেল স্টার্ক। প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড নিয়েছেন ২ টি করে উইকেট।

৪৪.১ ওভারে গুটিয়ে যাওয়া ভারতের হয়ে ইনিংস সর্বোচ্চ ৪২ (৫৪) রান করেন নিতিশ কুমার রেড্ডি। লোকেশ রাহুল ৩৭, শুবমান গিল ৩১, রিশাব পান্ট ২১ রান করে আউট হয়েছেন।  

গোলাপী বলে প্রথম ডেলিভারিতেই উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। যশস্বী জয়সোওয়ালকে লেগ বিফোরে ফিরিয়ে শুভসূচনা করেন এই অস্ট্রেলিয়ান পেসার। এরপর নিয়েছেন আরও ৫ উইকেট। স্টার্কের সঙ্গে ভাগ বসিয়েছেন কামিন্স ও বোল্যান্ড।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ৯ ওভার খেলে বিনা উইকেটে ২১ রান নিয়ে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন উসমান খাজা ও নাথান ম্যাকসুইনি।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন