রাজনীতি

ভর্তুকি দিয়ে হলেও দ্রব্যমূল্যের দাম কমান : নুর

এই অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা। কিন্তু সেই সরকারকে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে দেখছি না। দ্রব্যমূল্যের দাম বাড়ছে। কাজেই আপনাদের অনুরোধ করবো, ভর্তুকি দিয়ে হলেও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১০ নম্বরের ফকির বাড়ি লেনে জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুর বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপস নেই। ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে তারা যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করে, খুনি শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয় তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, কোনো কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে মিনমিন করে কথা বলছে। অর্ধেক পেটে রেখে আর বাকি অর্ধেক বলে। কারণ তারা চায় না রাজনীতির মাঠে নতুন শক্তি উত্থান হোক। নতুন রাজনৈতিক দল নেতৃত্ব দিক।

তিনি আরও বলেন, এই জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের আর্তনাদ এখনো থামে নাই। যারা আহত হয়েছেন তাদের দগদগে ঘা এখনো শুকায়নি। দেয়াল লিখন এখনও জ্বলজ্বল করছে। রাজপথে রক্তের দাগ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই রক্তের দাগ শুকানোর আগেই শুনছি রাজনীতিতে পুনর্বহাল করার জন্য দেশি-বিদেশি অনেক চক্রান্ত চলছে।

ডাকসুর সাবেক এ ভিপি বলেন,রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক হয় ন্যায্যতার ভিত্তিতে। কিন্তু তারপরেও ভারত বিদ্বেষমূলক আচরণ এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। কারণ পরিষ্কার, গত ১৬ বছরে শেখ হাসিনা ছিল ভারতের দাসী আর আওয়ামী লীগ ছিল ভারতের সেবা দাস। এই দেশের জনগণ যখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতের দাসী ও সেবা দাসকে পরাজিত করেছে তখন সেটি ভারতের গায়ে লেগেছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন