রাজনীতি

ভারতের সাথে সম্পর্ক তার কাজের মাধ্যমে নির্ধারণ হবে : সারজিস

ভারতের সঙ্গে সম্পর্ক হবে প্রতিবেশীর মতো। সেটা তিক্ততার হবে কিনা, তা ভারত কাজের মাধ্যমে নির্ধারণ করবে। সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ক্ষমতায় থাকা ভারতের রাজনৈতিক দলগুলোর সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান নেয়ার সময় বাংলাদেশের নেই বলে জানিয়েছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক পারিবারিক সফর শেষে  এসব কথা বলেন তিনি

সারজিস আলম বলেন, বিগত ১৬ বছর যেভাবে আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে শুষে নিয়েছে, সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দিবে না।

তিনি বলেন, যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে ছিলেন, গত চার মাসে সেই স্বপ্নপূরণে বেশি অগ্রসর হতে পারেনি সরকার নানান কারণেই। বিশেষ করে এখনও রাষ্ট্রযন্ত্রের মধ্যে ফ্যাসিস্ট সরকারের অবৈধ সুবিধাভোগীদের থাকার কারণে পুরো রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের সময় লাগছে কিছুটা।

এ ছাত্রনেতা বলেন, বাংলাদেশে মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ। ভারতের কিছু মেরুদণ্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রোপাগান্ডা চালাচ্ছে। দেশটির পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে।

বগুড়ায় উন্নয়ন না হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, বগুড়ায় তিনি প্রথম এসেছেনএখানে নেমেই যা দেখেছেন, তাতে মনে হয়েছে ৬৪ জেলার মধ্যে নামের কারণেই বগুড়া জেলা বৈষম্যের শিকার হয়েছে। শুধু নামের কারণেই গত ১৬ বছরে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি।

প্রসঙ্গত, শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আলীর বাসায় সারজিস আলম পারিবারিক সফরে আসেন। সঙ্গে তাঁর বাবা ও মা ছিলেন। ব্যক্তিগত বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না বলে গণমাধ্যমকে আগেই জানিয়ে দেন এ ছাত্রনেতা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন