ভারত কারও সঙ্গে বন্ধুত্ব করতে পারে না: রিজভী
প্রতি পদে পদে ভারত বাংলাদেশে নাশকতা চালাতে পারে। বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (০৮ ডিসেম্বর) বাংলাদেশে ভারতরে দূতাবাসের উদ্দেশে পদযাত্রা পূর্ববর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘কলকাতার হাসপাতাল, হোটেল দোকানপাট সব বন্ধ। ভারত ভয়ংকর রকমের সাম্প্রদায়িক। দিল্লীর আশীর্বাদে ১৬ বছর টিকে ছিলেন শেখ হাসিনা।’
ভারত বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বলেই হাসিনাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ভারত কারও সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। আইনজীবী আলিফ হত্যার ঘটনা নিয়ে ভারত কিছু বলল না।’
রিজভী বলেন, ‘ ভারত ভিসা বন্ধ করে বাংলাদেশের উপকার করেছে। এদেশ সমৃদ্ধ হবে। উৎপাদন বাড়বে। সীমান্ত বন্ধ করে ভালো করেছে। ফেনসিডিল আসতো ইয়াবা আসতো, এখন আর আসবে না।’
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘চট্টগ্রাম দাবি করলে আমাদের বাংলা বিহার ওড়িশা ফেরত দিতে হবে। দিল্লির আগ্রাসন প্রতিরোধ করতে আমরা প্রস্তুত আছি’।
এসি//