জাতীয়

ঢাকা-দিল্লি সচিব পর্যায়ের বৈঠক

ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্রসচিব

ছবি: সংগৃহীত

একদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের রাজনৈতিক দিক পরিবর্তনের পর এই প্রথম ভারতের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা বাংলাদেশ সফর করছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন বিক্রম মিশ্রি। 

বাংলাদেশ ও ভারত সম্পর্কে চলমান উত্তেজনা মাথায় রেখেই আজ দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব পর্যায়ের বৈঠক শুরুর আগে দুই পররাষ্ট্র সচিবের একান্তে কিছু আলাপ করার কথা রয়েছে। সচিব পর্যায়ের বৈঠক শেষ হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রি। বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এই ভারতীয় সচিব।

সফর শেষে আজ রাতেই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। 

এম এইচ// 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন