বিনোদন

রক ব্যান্ড বিটলস

কিংবদন্তি জন লেননের বিদায়ের ৪৩ বছর

ছবি: সংগৃহীত

বিটলসের প্রতিষ্ঠাতা ও সংগীত জগতে বিপ্লব ঘটানো জন লেননের জীবন ছিলো এমনি বৈচিত্র্যময়। একজন সঙ্গীতশিল্পী হিসেবে কেবল গানের জন্য নয়, ভালোবাসা, শান্তি, এবং সামাজিক পরিবর্তনের জন্যও নিজেকে উজাড় করে দিয়েছেন। 

১৯৮০ সালের ৮ ডিসেম্বর, নিউইয়র্কের দ্য ডাকোটায় ঘটে এক মর্মান্তিক ঘটনা। জন লেনন তার অ্যালবাম ডাবল ফ্যান্টাসি-এর একটি কপি ভক্ত মার্ক ডেভিড চ্যাপম্যানকে অটোগ্রাফ দেন। সন্ধ্যায় রেকর্ডিং সেশন শেষে, তিনি ও তার স্ত্রী ইয়োকো ওনো বাড়ি ফিরছিলেন। সেই সময়, চ্যাপম্যান তাকে কাছ থেকে ৫ বার গুলি করেন। আহত অবস্থায় জনকে রুজভেল্ট হাসপাতালে নেয়া হয়, কিন্তু রাত ১১:১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

পরের দিন ইয়োকো ওনো একটি বিবৃতিতে জন লেননের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন। তিনি জনের কোনো অন্ত্যেষ্টিক্রিয়া না করার সিদ্ধান্ত জানান এবং সবাইকে শান্তি ও ভালোবাসার জন্য প্রার্থনা করতে বলেন। লেননের দেহাবশেষ হার্টসডেলের ফার্নক্লিফ কবরস্থানে দাহ করা হয় এবং ছাই ছড়িয়ে দেওয়া হয় সেন্ট্রাল পার্কের স্ট্রবেরি ফিল্ডস মেমোরিয়ালে।

১৯৪০ সালের ৯ অক্টোবর ইংল্যান্ডের লিভারপুলে জন্ম নেন জন লেনন। তিনি বিপ্লবী ব্রিটিশ রক ব্যান্ড ‘দ্য বিটলসে’র অন্যতম গায়ক ও গিটাররিস্ট। পাশাপাশি তিনি একজন লেখক, গ্রাফিক শিল্পী, একক সঙ্গীতশিল্পী এবং তার দ্বিতীয় স্ত্রী ইয়োকো ওনোর সাথে বহু সঙ্গীত ও শিল্প প্রকল্পে সহযোগী ছিলেন।

জন লেননের সঙ্গীত যাত্রা শুরু হয় লিভারপুল থেকে। কিশোর বয়সে তিনি ‘কোয়ারিম্যান’ ব্যান্ড গঠন করেন। যা পরে বিটলস নামে পরিচিত হয়। পল ম্যাককার্টনির সাথে তার গানের অংশীদারিত্ব ছিল অসাধারণ। তাদের যুগলবন্দি থেকে সৃষ্টি হয়েছে ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় কিছু গান।

লেননের হত্যাকারী চ্যাপম্যান বিচার এড়াতে নিজের দোষ স্বীকার করেন। ১৯৮১ সালে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন চ্যাপম্যান।

লেননের মৃত্যু বিশ্বব্যাপী শোকের সৃষ্টি করে। পরবর্তী সপ্তাহগুলোতে তার গান ‘( জাস্ট লাইক) স্টার্টিং ওভার’  এবং অ্যালবাম ‘ ডাবল ফ্যান্টাসি’ চার্টের শীর্ষে উঠে আসে। ‘ইমেজিন’, ‘হ্যাপি এক্সমাস’‘(ওয়ার ইস ওভার)’, এবং আরও অনেক গান আজও মানুষকে অনুপ্রাণিত করে। 

বিটলসের মাধ্যমে লেনন কেবল সঙ্গীতেই নয়, সামাজিক আন্দোলনেও যুক্ত হন। যুদ্ধবিরোধী গান ‘ গিভ পিস অ্যা চান্স’; ‘ইমেজিন’ প্রভৃতি তার শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন