দেশজুড়ে

মামলা বাণিজ্যে জড়িত থাকায় এসআই প্রত্যাহার

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের হয়রানিসহ মামলা বাণিজ্যে জড়িত থাকায় আদাবর থানার উপ-পরিদর্শককে (এসআই) শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে  (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান

তিনি বলেন, ডিএমপির সব লোক যে সব ভালো তা নয়জুলাই অভ্যুত্থানের মামলা বাণিজ্যে পুলিশও জড়িত। তার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেনগতকাল রোববার একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

 বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, রোববার রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও বিভাগে সংযুক্ত করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন