বহু শিল্পকে ৫০ বছর ধরে লালন করলেও তারা এখনও শিশু : অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গত ৫০ বছর ধরে আমরা করছাড় দিয়ে শিশু লালনপালন করছি; আর কতকাল লালন করব? আমি উদাহরণ দিলাম না। আপনারা অনেকেই বুঝতে পারবেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর)সকালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টি পারপাস হলে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘যে শিশুদের এত দিন ধরে লালনপালন করা হয়েছে, তারা এখন শারীরিকভাবে বড় হয়ে গেছে। তারা এখনো বলে, ‘আমাদের সুরক্ষা দিন’; কিন্তু সুরক্ষার দিন তো চলে গেছে।’
তিনি বলেন,মূসক ফাঁকি দিলে সার্বিক অর্থনীতিতে একটা প্রভাব পড়ে।দাতা সংস্থাগুলো ট্যাক্স-জিডিপি রেশিও, কর অব্যাহতি এসব নিয়ে প্রশ্ন করছে। বিদেশের বহু জায়গায় বাংলাদেশে ট্যাক্স রেভিনিউ, সামাজিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়।
এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ীরা এনবিআর নিয়েই অভিযোগ করেন বেশি। তাই কর্মকর্তাদের ব্যবসায়ীদের কথা শোনার পাশাপাশি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত।ব্যবসায়ীদের কথারও মেন্ডেট আছে। সব চাইলেই দিয়ে দেওয়া যাবে, তাও নয়- তবে একটু যৌক্তিক সিদ্ধান্ত থাকতে হবে। তাদের প্রতি মমত্ববোধ থাকতে হবে।
এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, দেশে যে পরিমাণ ভ্যাট রেজিস্ট্রেশন থাকার কথা তার চাইতে অনেক কম রয়েছে। ভ্যাট রেজিস্ট্রেশন রয়েছে মাত্র পাঁচ লাখের মতো। অথচ এটা ২০ থেকে ২৫ লাখ না হওয়ার কোনো কারণ নেই। কীভাবে ভ্যাট রেজিস্ট্রেশন বাড়ানো যায়,তা নিয়ে কাজ চলছে।
প্রসঙ্গত, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর সদস্য বেলাল হোসেন চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমানসহ প্রমুখ।
আই/এ