প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে পায়ে হেঁটে হাজার কি.মি. পাড়ি দিবেন তৌহিদ
‘পরবর্তি প্রজন্মের জন্য প্রকৃতি ও পরিবেশ রক্ষা করুন এবং সুস্থ থাকার জন্য নিয়মিত হাটুন’এই শ্লোগান নিয়ে বাংলাবান্ধা থেকে টেকনাফের শাহপরি দ্বীপ পর্যন্ত পায়ে হেঁটে হাজার কি.মি পথ পাড়ি দিবেন তৌহিদ জসি। তৌহিদ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী।
গত (৫ ডিসেম্বর) এ উদ্দেশ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বর্তমানে তিনি রংপুর জেলায় অবস্থান করছেন।
এ বিষয়ে তৌহিদ জানান, পুরো পথে তিনি ১০০০ কি.মি এর বেশি পথ পায়ে হেঁটে অতিক্রম করবেন। বর্তমানে প্রাকৃতিক বিপর্যয় এবং নির্বিচারে প্রকৃতি ও পরিবেশ দ্বংসের মাত্রা বিপুল পরিমানে বৃদ্ধি পেয়েছে। নির্বিচারে প্রাকৃতিক বনভূমি নিধন হচ্ছে যে ক্ষতি অপূরনীয়।
এছাড়াও বর্তমানে মানুষ হাটতে চায় না,শরীর সুস্থ রাখতে হাটার কোন বিকল্প নেই, না হাটার ফলে মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। এসব বিষয়ে চলতি পথে মানুষদের সচেতন করা এবং দেশটাকে ঘুরে দেখাই তার এই যাত্রার মূল উদ্দেশ্য।
এ যাত্রার প্রস্তুতি হিসাবে তিনি বলেন, বিগত সময়ে তিনি বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত পায়ে হেটেছেন। এছাড়া খুলনা থেকে সাইকেলে চড়ে কুয়াকাটা এবং কুয়াকাটা থেকে পুনরায় সাইকেল চালিয়ে ফিরে খুলনা এসেছেন। মোট ৭ দিনের এ যাত্রায় তিনি ৬০০ কিলোমিটার সাইকেল চালিয়েছিলেন।
তোহিদ প্রত্যাশা করছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জানুয়ারি তিনি শাহপরীর দ্বীপে পৌছাবেন।
আই/এ