চট্টগ্রামে বিএনপির সমাবেশ শুরু, পথে পথে বাধার অভিযোগ
নিরপেক্ষ সরকার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের হত্যা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির কেন্দ্র ঘোষিত গণসমাবেশ শুরু হয়েছে। তবে সমাবেশে যাওয়ার পথে ছাত্রলীগ-যুবলীগের বাধার অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ শুরু হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির কর্মীরা জানান, সমাবেশে যাওয়ার জন্য সকাল থেকে আমাদের দলীয় নেতা-কর্মীরা চট্টগ্রাম যাচ্ছেন। এ সময় আমাদের আওয়ামী লীগের কর্মীরা বাধা দিচ্ছেন।