ক্রিকেট

১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের ওয়ানডে সিরিজ হার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় পরাজয় হয়েছে বাংলাদেশের।  ক্যারিবীয়ানদের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টাইগাররা।

মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথমে ম্যাট করতে নেমে মাত্র ২২৭ রান সংগ্রহ করে টাইগাররা।  বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জবাবে ৩৬.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেট ব্যবধানে শাহ হোপের দল শুধু ম্যাচই জেতেনি, দশ বছর পর জিতেছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও।

২০১৪ সালের পর দুবার ওয়েস্ট ইন্ডিজে গেছে বাংলাদেশ, আবার ক্যারিবীয়রাও বাংলাদেশে এসেছে দুবার। এই চার সফরেই ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।  

 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২২৭ (মাহমুদউল্লাহ ৬২, তানজিদ ৪৬, তানজিম ৪৫, আফিফ ২৬, শরীফুল ১৫; সিলস ৪/২২, মোতি ২/৩৬, চেজ ১/১৮)। ওয়েস্ট ইন্ডিজ: ৩৬.৫ ওভারে ২৩০/৩ (কিং ৮২, লুইস ৪৯, কার্টি ৪৫, রাদারফোর্ড ২৪*; আফিফ ১/১২, রানা ১/৩৮)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জেইডেন সিলস। সিরিজ: ৩ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে এগিয়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন