বাংলাদেশ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি। গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৪৪ জন।

বুধবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২ জন মারা গেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১ জন এবং চট্টগ্রাম বিভাগের হাসপাতালে ১ জন মারা গেছেন।

নতুন করে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৬৯ জন, ঢাকা বিভাগে ৮৯ জন, ময়মনসিংহে ১৩ জন, চট্টগ্রামে ৭৩ জন, খুলনায় ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগের হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৯১৬ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৯১ জন; আর ১ হাজার ১২৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

বিশেষজ্ঞরা বলছেনডেঙ্গু এখন আর সিজনাল রোগ নেই। এটা সাড়া বছরই হচ্ছে। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল সাথে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন