ভারতে আটক ৭৮ জেলে-নাবিককে ফেরাতে কার্যক্রম শুরু
ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৭৮ জেলে-নাবিককে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আটক জেলে ও নাবিকদের জন্য ‘কনস্যুলার অ্যাকসেস’ চাওয়া হয়েছে।
বিদেশে কোনো নাগরিক আটক ও গ্রেপ্তার হলে তাকে সহায়তা দেয়ার জন্য দূতাবাস থেকে ওই ব্যক্তিদের সঙ্গে দেখা করার আগ্রহ হচ্ছে কনস্যুলার অ্যাকসেস।
উল্লেখ্য, গত সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশের মাছ ধরার দুটি ট্রলারসহ ৭৮ জন জেলে ও নাবিককে খুলনার হিরণ পয়েন্ট থেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্ট গার্ড।
আটক জেলে ও নাবিকদের ফিরিয়ে আনতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বাংলাদেশ কোস্টগার্ডের একটি প্রতিবেদন যুক্ত করে দেয়া হয়েছে।
কোস্টগার্ড থেকে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও একটি চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, গত ৯ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের মাছ ধরার দুটি ট্রলার আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের (আইএমবিএল) নিকটবর্তী এলাকায় মাছ ধরা অবস্থায় আটক করে নিয়ে যায়।
এম এইচ//