আর্কাইভ থেকে বাংলাদেশ

নবজাতকের মিষ্টি না পেয়ে দাদাকে পিটিয়ে খু ন

বগুড়ার ধুনটে শিশুকন্যাকে দেখতে এসে মিষ্টি না পেয়ে তার দাদা আলমগীর শেখকে (৪৫) লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।  

নিহত আলমগীর শেখ ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরি গ্রামের মহির উদ্দিনের ছেলে। 

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরি গ্রামে এ ঘটনা ঘটে। মধ্যরাতে তিনি বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। বিষয়টি নিশ্চিত করেন ধুনট থানার ওসি রবিউল ইসলাম।

তিনি জানান, আলমগীরের ভাতিজা সজীবের স্ত্রী কন্যাসন্তান প্রসব করেন। এ খুশিতে মঙ্গলবার রাতে আলমগীরের বাড়িতে মিষ্টি বিতরণ করা হচ্ছিল। মিষ্টি শেষ হয়ে গেলে সজীবের সন্তান দেখতে আসা লোকজন ক্ষিপ্ত হন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

তারা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে শিশুর দাদা আলমগীরকে বেদম মারধর করে। গুরুতর আহত আলমগীরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে তিনি রাত সাড়ে ১২টার দিকে মারা যান।

তিনি আরও জানান, বিতরণ করা মিষ্টি না পেয়ে ও পূর্ব বিরোধের জের ধরে স্বজনরা লাঠিপেটা করেন। পরে তিনি হাসপাতালে মারা যান। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে হত্যায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।  

উম্মে রুম্মান 

এ সম্পর্কিত আরও পড়ুন