বাগদান সম্পন্ন করলেন মার্কিন কণ্ঠশিল্পী সেলেনা গোমেজ
মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজের ব্যক্তিগত জীবন বরাবরই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। সম্প্রতি তিনি বাগদান সম্পন্ন করছেন। জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘ ৬ বছরের সম্পর্কের পর সেই অধ্যায়ের ইতি টানেন ২০১৮ সালে। একই বছরে বিবার হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সারেন। সেই ঘটনা সেলেনাকে মানসিকভাবে আঘাত দিলেও তিনি দ্রুত নিজের কাজে মনোযোগ দেন।
২০১৯ সালে সেলেনা গোমেজ ও সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো একটি গানে একসঙ্গে কাজ করেন। সেই পেশাদার সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় বন্ধুত্বে এবং পরে প্রেমে। ২০২৩ সালের ডিসেম্বরে তাদের প্রেমের বিষয়টি জনসমক্ষে আসে।
সম্প্রতি সেলেনার ইনস্টাগ্রামে একটি পোস্টে করেণ, তার অনামিকা আঙুলে ঝলমল করছে একটি হীরের আংটি। পোস্টের ছবিগুলোতে সেলেনাকে বাগদানের আনন্দ উপভোগ করতে দেখা যায়। এক ছবিতে সেলেনা আংটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। অন্যটিতে বেনির সঙ্গে এক ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘এখন শুরুটা চিরকালের জন্য’।
বেনি ব্ল্যাঙ্কো একজন স্বনামধন্য সংগীত প্রযোজক ও গায়ক। এড শিরান, চার্লি পুথ, উইজ খলিফা, এমিনেমসহ নামী শিল্পীদের সঙ্গে নিয়মিত কাজ করেন তিনি। সেলেনা ও বেনি ২০১৯ সালে ‘সেইম ওল্ড লাভ’ এবং ‘আই কান্ট গেট এনাফ’ গানগুলোতে একসঙ্গে কাজ করেছিলেন।
ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন মন্তব্যের ঘর। বেনি মজার ছলে লিখেছেন, ‘আরে অপেক্ষা করুন, এটা আমার বউ’।
সেলেনা ও বেনির এই নতুন যাত্রা তাঁদের ভক্তদের জন্য একটি আনন্দময় ও আবেগঘন মুহূর্ত হিসেবে চিহ্নিত হলো। তাঁদের প্রেমের এই সুন্দর অধ্যায় যেন সুখী ও সফল হয় এই শুভকামনা জানাচ্ছেন সকলে।
জেডএস/