সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত শহীদ বুদ্ধিজীবীরা
মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে। সর্বসাধারণের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন জাতির মেধাবী সন্তানরা।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭ টার পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
স্মৃতিসৌধ প্রাঙ্গনে দেখা যায়; শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।
কেউ কেউ নীরবতা পালন করেন। প্রায় সবার পরনে ছিল কালো পোশাক, যা শোকের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। স্মৃতিসৌধে অনেকেই সুরা ফাতেহা পাঠ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।
নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশ বিজয় লাভ করে। পাকিস্তানি হানাদারদের থেকে বাঙালির বিজয় যখন সুনিশ্চিত, তখন তারা ভিন্ন ধরনের পরিকল্পনায় নামে। পরাজয় বুঝতে পেরে বাংলাদেশের শ্রেষ্ঠ ও মেধাবী সন্তানদের হত্যা করার সিদ্ধান্ত নেয়। আর এতে পাকিস্তানিদের সহায়তা করেছে এদেশেরই কিছু কুচক্রী দোসররা।
সেই থেকে প্রতি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এম এইচ//