কপাল পুড়লো ইউনের, দ. কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক-সু
অনেক নাটকীয় ঘটনার পরে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। শনিবার পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটে তিনি অভিশংসিত হন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স বলছে, ইউনের পিপল পাওয়ার পার্টির অন্তত ১২ জন সংসদ সদস্য এদিন বিরোধী শিবিরে যোগ দেন। ফলে ৩০০ আসনের জাতীয় পরিষদে বিরোধীদের ১৯২ আসনে নিয়ন্ত্রণ তৈরি হয়। যা অভিশংসনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট নিশ্চিত করে।
এখন থেকে দক্ষিণ কোরিয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন দেশটির প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু। সংসদে অভিশংসিত হলেও দেশটির সাংবিধানিক আদালত চূড়ান্ত রায় না দেয়া পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকবেন ইউন। তবে কোনও নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না তিনি।
গেলো ৩ ডিসেম্বর বিরোধীদলের সাথে বাজেট নিয়ে দ্বন্দের জেরে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। এই আইন জারির সময় ইউন জানিয়েছিলেন, উত্তর কোরিয়া সাথে হাত মিলিয়ে বিরোধীদলগুলো ষড়যন্ত্র করছে।
তবে বিরোধীদের তীব্র আপত্তির পর মাত্র ছয় ঘণ্টার মধ্যে সেই সামরিক আইন প্রত্যাহার করে নেন ইউন। পরে তাঁর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলমান আছে।
এনএস/