আন্তর্জাতিক

থাইল্যান্ডে সংগীতানুষ্ঠানে বোমা হামলা, নিহত ৩, আহত ৪৮

থাইল্যান্ডে একটি সংগীতানুষ্ঠানে বোমা হামলায় নিহত হয়েছেন ৩ জন ও আহত হয়েছেন প্রায় ৪৮ জন। শুক্রবার ( ১৩ ডিসেম্বর) তাক প্রদেশের উমফাং শহরে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় শনিবার (১৪ ডিসেম্বর) দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

দ্য এসোশিয়েশন অফ উমফাং রেসকিউ গ্রুপস এর মতে, যে স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে সেটি মায়ানমারের সীমান্ত ঘেঁষা। শুক্রবার রাতে বাইরে একটি বার্ষিক অনুষ্ঠান চলার সময় ভীড়ের মধ্যে কেউ একটি বিস্ফোরক দ্রব্য ছুঁড়ে মারে। পুলিশ বলছে, এ ঘটনায় ৪৮ জন আহত হয়েছেন। ঘটনাটির তদন্ত চলমান থাকার কারণে আটক দুই সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে এখন মামলা করা হয়নি।  

স্থানীয় পুলিশের বরাতে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থানাথিফ সোয়াংসং বলছে, বোমা হামলার আগে দুইটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। যে বিস্ফোরক বস্তুতে ভীড়ের মধ্যে ছুঁড়ে মারা হয়েছিলো সেটি বাসায় বানানো হয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন