দেশজুড়ে

দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

দেশের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও নদীর মাঝে আটকে পড়েছে ছোট-বড় তিনটি ফেরি।

সোমবার (১৬ ডিসেম্বর)ভোর সাড়ে ৫টার দিকে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাত ৪টা থেকে ঘন কুয়াশার কারণে নৌরুট ২টিতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৫টার দিকে, কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এতে করে ফেরি চলাচলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য এই দুটি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এতে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকে রয়েছে ছোট-বড় তিনটি ফেরি। ঘাটেও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যাত্রী ও যানবাহনের সংখ্যা।

পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন জানান, কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. নাসির মাহমুদ চৌধুরী বলেন, ঘণকুয়াশা নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। এ সময় ফেরি চালানো খুবই ঝুঝিপূ্র্ণ হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরিচা-কাজিরহাট রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টা থেকে এবং সোমবার সকাল সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘণকুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন