রাজনীতি

শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না : জাতীয় নাগরিক কমিটি

শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।আগামী দিনে যারাই বিচারের আগে কোনো নির্বাচনের পাঁয়তারা করবে, তাদেরকে জাতীয় শত্রু ও বেইমান হিসেবে ধরে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে বিজয় র‌্যালিশেষে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আমরা বুলেট ক্রস করেছি, আগামী দিনে যদি ব্যালটের রেভল্যুশন (নির্বাচন) আসে সেটাও মোকাবিলা করতে প্রস্তুত। তবে সেটা বিচারের আগে নয়। বিচার হবে, এরপর নির্বাচন।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, একাত্তরে শেখ মুজিবুর রহমান পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে গত ১৬ বছরে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছেন, নাহয় দাস বানিয়েছেন। আমাদের নাগরিক হয়ে উঠতে দেয়নি। চব্বিশের গণঅভ্যুত্থানের পরে সুযোগ হয়েছে নাগরিক হয়ে ওঠার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না। এখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। বাংলাদেশের সঙ্গে বিশ্বের সম্পর্ক হতে হবে সম্মানের, সমতার।

এদিকে বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রীর পোস্টের প্রতিবাদ জানান নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনএকইসঙ্গে অন্তর্বর্তী সরকারকেও এ বিষয়ে দ্রুত এর প্রতিবাদের আহ্বান জানান।

এর আগে  বিজয় মিছিলটি বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটর থেকে শুরু হয়। এরপর শাহবাগ, আজিজ সুপার মার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, পলাশী হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যায়। সেখানে আরেকটি কর্মসূচি চলায় মিছিলটি টিএসসি হয়ে শাহবাগে এসে বিকেল পাঁচটায় শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন