বিনোদন

অন্তঃসত্ত্বার খবর গোপন রাখায় ছবি থেকে বাদ পড়েছিলেন ঐশ্বরিয়া

সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ছবি: সংগৃহীত

অন্তঃসত্ত্বার খবর গোপন রাখায় ছবি থেকে বাদ দিয়ে সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে অপমান করেছিলেন প্রখ্যাত পরিচালক মধুর ভাণ্ডারকর।

২০১১ সালে ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন ভাণ্ডারকর। সেই অনুযায়ী ছবির কাজ শুরু করেন তিনি। ওই সময় চার মাসের অন্তঃসত্ত্বার খবর চেপে রাখেন ঐশ্বরিয়া।

সেই সময় সংবাদ মাধ্যমে অন্তঃসত্ত্বার ব্যাপারে জানতে পারেন ভাণ্ডারকর। মাথায় বাজ পড়ে তার। তখন ঐশ্বরিয়াকে কটাক্ষ-অপমানের শিকার হতে হয়।

তখনই পুত্রবধূর পাশে দাঁড়ান অমিতাভ বচ্চন। তিনি ভাণ্ডারকরকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি জানেন ঐশ্বরিয়া বিবাহিত। তিনি যখন ছবি সই করেছেন তখনও সেটা জানা ছিল।

আপনি বলতে চাইছেন অভিনেত্রীরা বিয়ে করবেন না, সন্তান নেবেন না? এটা নিয়ে কথা বাড়ানোর কোনও মানে আছে বলে আমার অন্তত মনে হয় না।

তাছাড়া এমন কি কোথাও লেখা আছে যে, একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকলে অভিনেত্রীরা সন্তান নিতে পারবেন না?’

জবাবে মধুর ভাণ্ডারকর জানান, ওই সময় তিনি সত্যি বিপদে পড়েছিলেন। টিমের সাথে দেখা করার সাহসও পাচ্ছিলেন না। একসময় অবসাদে ডুবে যান তিনি।

পরবর্তীতে ঐশ্বরিয়াকে বাদ দেন এবং তার পরিবর্তে কারিনা কাপুর খানকে ছবিতে কাস্ট করেন।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন