তিন ইসরাইলি সেনাকে হত্যা করলো হামাস
অবরুদ্ধ গাজা উপত্যকায় তিন ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে। জানা যায়, তাদের হত্যা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া একটি সামরিক যানও ধ্বংস করেছে তারা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানায় সংবাদ সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, গাজার উত্তরাঞ্চলে সংঘর্ষে তিন ইসরাইলি সেনাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন হামাস। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে একটি সামরিক যানও ধ্বংস করেছেন তারা। ইসরাইলি হেলিকপ্টারে ঘটনাস্থল থেকে মৃত ও আহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে।
পৃথক এক বিবৃতিতে হামাস জানিয়েছেন, জাবালিয়ার একটি বাড়িতে হামলা চালিয়েছেন তারা, সেসময় ওই ভবনে আরো ১১ জন সেনা ছিলেন। সেখানে আরো আহত ও নিহতের ঘটনা ঘটেছে। তবে এই ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশী ফিলিস্তানিকে হত্যা করেছে এবং প্রায় ২০ লাখের বেশি বাসিন্দাকে বাস্তুচ্যুত করেছেন।
ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
এম এইচ///