জনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে এখনো আফসোস বিপাশা বসুর
বলিউডের একসময় বেশ জনপ্রিয়তা পায় বিপাশা বসু ও জন আব্রাহাম জুটি। পর্দার বাইরেও চুটিয়ে প্রেম করেছেন তারা। একই ছাদের নিচে থেকে তারা পার করেছেন নয় বছরেরও বেশি সময়।
তবে তাদের প্রেম পূর্ণতা পাওয়ার আগেই রূপ নেয় বিষাদে। বেশ কয়েক বছর আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। ২০১৬ সালে করন সিং গ্রোভারকে বিয়ে করেছেন।
হয়েছেন এক কন্যা সন্তানের মা। তারপরও জনের সঙ্গে বিচ্ছেদটা নিয়ে এখনও আফসোস রয়েছে বিপাশা বসুর।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই তথ্য জানিয়েছেন বলিউডের এই বাঙালি ডিভা। বিপাশা তাদের বিচ্ছেদ প্রসঙ্গে জানান, জন তাদের বিচ্ছেদকে বন্ধুত্বপূর্ণ বললেও তাদের সম্পর্কের বিচ্ছেদ মোটেও বন্ধুত্বপূর্ণ ছিলো না।
ওই সময় জন বলেছিলো সে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। তবে বিপাশা ইঙ্গিত দিয়েছিলেন সম্পর্কের মূলভিত্তি ‘বিশ্বাস” তাদের মাঝে নেই।
ভারতের এই মডেল-কাম অভিনেত্রী ১৯৯৬ সালে মডেলিং ক্যারিয়ারের শুরুতে ভারতীয় মডেল-অভিনেতা দিনো মোরিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান। তবে ২০০২ সালেই প্রেমিক জুটির ব্রেক আপ হয়ে যায়।
একই বছর জিসম ছবির শুটিং চলাকালে সহঅভিনেতা জন আব্রাহামের সঙ্গে ডেটিং শুরু করেন। দীর্ঘ ৯ বছর ধরে চলছিল তাদের এই সম্পর্ক। ২০১১ সালে বিচ্ছেদ হয়ে যান তারা।
জনের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা ও প্রয়োজক হারমান বাওয়েজার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বিপাশা বসু। বিপাশা-হারমানকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১২ সালের ডিসেম্বরে।
বলিউডের অভিনেতা জ্যাকি ভাগনানির জন্মদিনের অনুষ্ঠানে হারমানের গাড়িতে চেপে বিপাশা হাজির হলে এ জুটির সখ্যের খবর ডালপালা মেলে।
পরবর্তী সময়ে লুকোচুরির আশ্রয় না নিয়ে প্রকাশ্যেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে হারমান ও বিপাশাকে। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে নিজেদের প্রেমের কথা জনসমক্ষে স্বীকারও করেন তাঁরা।
তাঁদের বাগদানের গুজবের পাশাপাশি এ বছরই বিয়ে করে থিতু হতে যাচ্ছেন বলে খবরও চাউর হয়। তবে ওইবছরের শেষের দিকে বিচ্ছেদ ঘটে তাদের।
একই বছর ‘এলোন’ ছবির সেটে অভিনেতা করন সিং গ্রোভারের সঙ্গে পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বিপাশা।
২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন এই যুগল। ২০২২ সালের ১২ নভেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান দেবী বসু সিং গ্রোভার।
দিনো মোরিয়া ও হারমান বেওয়েজার সম্পর্ক ভুলে গেলেও জনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে এখনও আফসোস করেন বিপাশা বসু।
বিচ্ছেদ প্রসঙ্গে নিজের মানসিক অবস্থা বোঝাতে বিপাশা জানান, তখন আমি নিজেকে পরিত্যক্ত বোধ করছিলাম।
তখন পর্যন্ত আমি একটা রঙিন দুনিয়ায় বাস করতাম। এখন বসে বসে মনে হচ্ছে আমি খুব বোকা ছিলাম।’
তিনি আরো বলেন, ‘বহু ভালো ভালো সুযোগ পেয়ে ছেড়েছি, ওই মানুষটার জন্য পাথরের মতো দাঁড়িয়ে ছিলাম। আমি ভালবাসতাম তাকে, আমার সম্পর্ককে ভালো রাখার জন্য, আরও বেশি করে সময় দেওয়ার জন্য বহু মানুষের সঙ্গে দেখা পর্যন্ত করিনি।’
অভিনেত্রী বলেন, ‘কিন্তু পরে বুঝতে পারি, যার জন্য এত কিছু ছেড়েছিলাম ,এত পরিশ্রম করেছিলাম তা রাতারাতি চলে গেছে। আমি বুঝতে পারি যে এটা শেষ হয়ে গেছে’।
তাদের বিচ্ছেদ নিয়ে কেউ মুখ না খুললেও একসময় বলিউড তারকা বিদ্যা বালানের সাথে সম্পর্কের মাধ্যমে বিপাশার সাথে জন প্রতারণা করছে, এমন গুঞ্জন শোনা যায়।
যদিও বিষয়টি অস্বীকার করে বিদ্যা তখন বলেছিলেন, জন তার খুব ভালো সহকর্মী। তাদের মধ্যে কোনো বিশেষ সম্পর্ক ছিল না।
কাজের বাইরে তাদের মধ্যে কোনো যোগাযোগও হতো না।
এমআর//