দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় ইমাম-মুয়াজ্জিন নিহত

ছবি: বায়ান্ন টিভি

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে বড়বাইদ এতিমখানার ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। নিহতরা হলেনশেরপুরের ইমাম হাফেজ হাবিবুর রহমান ও টাঙ্গাইলের নাগরপুরের হাফেজ হাসান শিরাজী মুয়াজ্জিন।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বড়বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর দুর্ঘটনার বিষয়টি গণমধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাফেজ হাবিবুর রহমান ও হাসান সিরাজী ভোরে মসজিদে আজান দেওয়া ও ইমামতি করার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে মোটরসাইকেলে মসজিদের দিকে যাচ্ছিলেন। ভোর সোয়া পাঁচটার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মুয়াজ্জিন ও ইমাম গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন