অপরাধ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের দুর্নীতি অনুসন্ধানে দুদক

ফাইল ছবি

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) এর বরখাস্ত মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে  অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ ডিসেম্বর) এ বিষয় তদন্তে তিন সদস্যের  অনুসন্ধান দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, সাবেক এ সেনা কর্মকর্তা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।

তিনি আরও জানান, দুদকের এ অনুসন্ধানী দলের প্রধান করা হয়েছে সংস্থাটির উপপরিচালক মো. সালাহউদ্দিনকে বাকি দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকার ও উপসহকারী পরিচালক মো. জাবেদ হোসেন সজল।

গত ১৫ আগস্ট রাতে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। এর মধ্যে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা আছে।

 

গত ১৫ বছর আলোচিত ও প্রভাবশালী কর্মকর্তা জিয়াউল আহসান সবশেষ এনটিএমসির মহাপরিচালক ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরদিন তাঁকে এই চাকরি থেকে বরখাস্ত করা হয়

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন