আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফিতে নিরপেক্ষ ভেন্যুতে হবে ভারতের ম্যাচ
চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৫ এর বিষয়ে অবশেষে সিদ্ধান্তে এসেছে আইসিসি। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এর অর্থ হচ্ছে, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হতে যাচ্ছে। পরবর্তীতে ভারতের আয়োজনে আইসিসির ইভেন্টগুলোতে পাকিস্তানের ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান ও ভারতের মধ্যে এমন সিদ্ধান্তই হয়েছে। ২০২৪ থেকে শুরু করে ২০২৭ সালের মধ্যে যে আইসিসি আয়োজিত ইভেন্ট রয়েছে, ভারত বা পাকিস্তান যদি সেখানে আয়োজক হিসেবে থাকে- তবে দুই দেশের ম্যাচ এভাবেই অনুষ্ঠিত হবে।
আগামী বছর পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি (পুরুষ), একই বছর ভারতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপ (নারী) ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (পুরুষ)- যা ভারত ও শ্রীলঙ্কার আয়োজনে হওয়ার কথা রয়েছে। এই প্রতিটি টুর্নামেন্টের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের হাইব্রিড মডেল অনুমোদিত থাকবে।
এই টুর্নামেন্টগুলোতে নিরপেক্ষ ভেন্যু আয়োজক বোর্ড নির্ধারণ করে থাকবে, যা আইসিসি অনুমোদন করবে।
এম এইচ//