ক্যালিফোর্নিয়ায় ‘বার্ড ফ্লু’ আতঙ্ক, জরুরী অবস্থা জারি
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ব্যাপকহারে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় জরুরী অবস্থা জারি করেছে রাজ্য সরকার। বুধবার (১৮ ডিসেম্বর) রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজ এক বিবৃতিতে এই ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘এনবিসি নিউজ’র এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য সংস্থা ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ বুধবার লুইসিয়ানায় প্রথম একজন গুরুতর বার্ডফ্লু আক্রান্ত ব্যক্তির খবর জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু গরুর দুধে বার্ডফ্লু ভাইরাস পাওয়া গেলে জরুরী অবস্থা জারি করা হয়।
বিবৃতিতে গভর্নর বলেছেন, জনগণের মধ্যে ঝুঁকি কম থাকলেও সরকারি সংস্থাগুলো যাতে এই প্রাদুর্ভাব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে পারে সেই জন্য রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা এখনো পর্যন্ত রাজ্যটিতে ব্যক্তি থেকে ব্যক্তিতে বার্ডফ্লু ছড়িয়ে পড়ার কোনো খবর পায়নি বলে জানিয়েছে।
এমআর//