উত্তরায় রেস্টুরেন্টে আগুন, আটকে পড়াদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস
রাজধানীর উত্তরায় লাভারীন রেস্টুরেন্টে আগুনের ঘটনা ঘটেছে। ছয়তলা ভবনটি থেকে এখন পর্যন্ত ৬ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতো যুক্ত হয়েছে নত তিন ইউনিট। এনিয়ে মোট ১২ ইউনিট আগুন নেভানোর কাজ করছে। ভবনটিতে এখনও অনেকে আটকা আছেন বলে জানা গেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এ তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা ১২ নম্বর সেক্টরের নিচতলায় লাভলীন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটে। ভবনের উপরে আবাসিক বাসিন্দারা রয়েছেন। তারা অনেকেই আটকা পড়েছেন।
এ ঘটনায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, নিচতলায় আগুন আগার কিছুক্ষণ পরে সেখানে একটি বিস্ফোরণ ঘটে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বর্তমানে ধোয়ায় আছন্ন পুরোভবন। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের মইবাহী গাড়ি বা টিটিএল ব্যবহার করা হচ্ছে।
প্রসঙ্গগত, এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আই/এ