আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বের সাথে খাদ্যমন্দা বাংলাদেশেও এসেছে : প্রধানমন্ত্রী

২০২৩-এ সারাবিশ্বে দুর্ভিক্ষের সময়, কিন্তু বাংলাদেশ যেন এই দুর্ভিক্ষ কবলিত না হয়, তাই আমাদের নিজেদের ভূমিতে নিজেদের খাদ্য উৎপাদন করে নিজেদের সঞ্চয় করে এবং কৃচ্ছ্রতাসাধন করে চলতে হবে। আমি আশা করি সবাই সেভাবে চলবেন। আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা, সেটা অব্যাহত থাকবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসের সিএমপিসি অ্যান্ড এস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেড ও মেকানাইজড ইউনিটগুলোর পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।’

তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও স্যাংশনের (নিষেধাজ্ঞা) কারণে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে এবং সেখানে খাদ্যমন্দা দেখা দিচ্ছে। সেখানে বাংলাদেশেও একই অবস্থা। তারই আঘাত বাংলাদেশে এসে পড়েছে। তারপরেও আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ। তবে আমরা যুদ্ধ চাই না। সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতে চাই।’

সরকারপ্রধান বলেন, ‘এমনভাবে দেশকে গড়ে তুলবো, যাতে বিশ্বে কেউ বাংলাদেশকে হেয় করতে না পারে। এছাড়া দুর্যোগ থেকে বাংলাদেশ যেন হেফাজতে থাকে সেই কামনা করেন।’

শেখ হাসিনা বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এক কোটি পরিবারকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হচ্ছে।

তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনীর সকল সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, পেশাগত দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সমন্বয়ে নিষ্ঠার সাথে দেশের সেবায় কাজ করে যাবেন।

প্রধানমন্ত্রী বলেন, আবহমান কাল থেকেই যুদ্ধের ময়দানে জাতীয় মর্যাদার প্রতীক ‘পতাকা’ বহন করার রীতি প্রচলিত আছে। পতাকা হল জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান এবং মর্যাদার প্রতীক। তাই পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব।

তিনি বলেন, ২০০৯ সালে পুনরায় সরকার গঠনের পর প্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করছি। আমরা ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নের মাধ্যমে সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ ও উন্নয়ন করছি।

তিনি বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্য্যা করার পর  বাংলাদেশের বিজয়ের গৌরবজ্জ্বল ইতিহাস মুছে যায়। একের পর এক সেনাবাহিনীতে ক্যু হতে থাকে। সামরিক বাহিনীর অফিসার সৈনিকদের নির্মমভাবে হত্যা করা হয়। লাশ গুম করে দেয়া হয়।

তিনি বলেন, এখনও সেদিন গুম হওয়াদের স্বজনহারারা কেঁদে বেড়াচ্ছে সেই বেদনা নিয়ে। ইনডেমনিটি অর্ডিনেন্স জারি করে জাতির পিতার হত্যার বিচারের পথ বন্ধ করে খুনীদের বিভিন্ন দূতাবাসে চাকরী দিয়ে পুরস্কৃত করা হয়।

তিনি বলেন, আমি আশা করি, জাতীয় নিরাপত্তা ও ঝুঁঁকি মোকাবেলায় এই মেকানাইজড ইউনিটসমূহের সংযোজন এক নতুন মাত্রা যোগ করবে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন